বিপদে যারা এগিয়ে আসে, তারাই আসল শুভাকাঙ্ক্ষী

Post a Comment
এক লোক একটা আস্ত বড় গরু গ্রীল করে তার মেয়েকে বললেন, আমার শুভাকাঙ্খীদের ভোজের জন্য ডাকো,

মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকলো, আমাদের বাসায় আগুন লেগেছে কে কোথায় আছো আমাদের সাহায্য করো______!!

অল্প কিছু সংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসলো, বাকিরা এমন ভাব করল, যেনো তারা  কিছুই শুনতে পারেনি!! যারা সাহায্যের জন্য আসলো, তারা পেট ভরে সেই মজাদার খাবার খেলো||

বাবা আশ্চর্য্য হয়ে মেয়েকে জিজ্ঞেস করলেন,মা যারা এসেছেন তাদের কাউকেই আমি চিনিনা, আমাদের শুভাকাঙ্ক্ষীরা সব কোথায়??

[Place For Ads]
মেয়েটি উত্তরে বললো- যারা এসেছে তারাই আমাদের শুভাকাঙ্ক্ষী!!
তারা কিন্তু খাবার খেতে আসেনি, তারা এসেছে আমাদের বাড়ির আগুন নিভাতে, এরাই আমাদের আপনজন,,,

মূলতঃ, বিপদের সময় তোমার পাশে থাকে নি, তারা তোমার আনন্দের অংশীদারি হওয়ার যোগ্যতা রাখে না,!!

বিপদে বন্ধুর পরিচয়,,,, 😭😭😭

Related Posts

Post a Comment