সকালে যে পত্রিকাটি ১০ টাকায় বিক্রি হয়, সন্ধ্যায় সেই পত্রিকা ১০ টাকা কেজিতে বিক্রি হয়। সময় থাকতে যদি নিজেকে তুলে ধরতে না পারেন , তাহলে ১০ টাকা কেজির মতই মূল্যায়ন পাবেন । ভ্রান্ত মায়াজালে আটকে গেলে একসময় সময়টাও আপনাকে টাটা জানাবে।
গ্রামে নিমগাছ কমে যাচ্ছে আর মানুষের মধ্যে তিক্ততা বেড়ে যাচ্ছে আর মুখের ভাষায় মিষ্টতা কমে যাচ্ছে অথচ শরীরের সুগার বেড়েই চলেছে। যেখানে যেটি থাকার কথা আজ সেটি আর নেই । যেমন ধরুন কেউ একজন খুব সুন্দর করে বলেছিল যখন বই ফুটপাতে রাস্তার ধারে বিক্রি হয় আর জুতা কাচের শোরুমে তখন বুঝবেন মানুষের মাঝে আর জ্ঞান বা এলেমের দরকার নাই জুতার কদরই তার কাছে বেশি ।
আধুনিকতার মাঝে আমাদের মানবিকতা হারিয়ে যাচ্ছে , নিজের রুটকে ভুলে আজ অত্যাধুনিক হওয়ার চেষ্টায় মানুষ মত্ত ।
ঢাকা পৃথিবীর ২য় অবসবাসযোগ্য শহর, ইট পাথরের এই মিথ্যে কথার লাল নীল শহরে তাও মানুষ ঢাকামুখী হতে চায়। এটা ঠিক না যে যার ভিতরে নিঃশ্বাস নাই সেই মৃত , যার ভিতরে মানবিকতা নাই সেও তো মৃত ।
Post a Comment
Post a Comment